বাংলাদেশকে কাবুলে বিমান পাঠাতে বলেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে কাবুলে বিমান পাঠাতে বলেছে যুক্তরাষ্ট্র
MostPlay

আফগান শরনার্থী সহ বাংলাদেশীদের উদ্ধারে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সকে আফগানিস্তানে বিমান পাঠানোর অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিমান বাংলাদেশ এর পরিচালক বলছেন, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধটি বিবেচনা করে দেখছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিদ্ধান্ত নিবে। বাংলাদেশ বিমানের বহরে মোট ১৪ টি বোয়িং উড়োজাহাজ আছে, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তর বহর। আফগানিস্তানে একটি সংগঠন ক্ষমতা দখলের পর সেদেশের হাজার হাজার নাগরিক কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছে অন্য কোথাও যাওয়ার জন্য। আপাতত আরব আমিরাতে অনেক শরনার্থীদেরকে নিয়ে রাখা হচ্ছে। কিন্তু মানুষের চাপ থামছেই না।

উল্লেখ্য; আফগানিস্তানে মার্কিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের উদ্দেশ্য মার্কিন নাগরিকদের নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়া। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আছেন মার্কিন সেনারা। কাবুলের এই বিমানবন্দর দিয়েই মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আফগানিস্তান ছাড়ছেন। আফগানিস্তানের বহু বেসামরিক নাগরিকও দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password