কাদের মির্জার ডাকে হরতাল চলছে কোম্পানীগঞ্জে

কাদের মির্জার ডাকে হরতাল চলছে কোম্পানীগঞ্জে

ডিসি-এসপির অপসারণ চেয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে হরতাল চলছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। হরতালে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এরআগে কাদের মির্জা বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই হরতালের ডাক দেন। তিনি বলেন, ফেনীতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে মিথ্যাচার করা হয়েছে তার একটিও সত্য নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের মির্জা বলেন, আমার দাবিগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ করা, আমার গাড়ি বহরে দুইবার হামলা হয়েছে, তাদের বিচার করা। নোয়াখালী ডিসি মো. খোরশেদ আলম, এসপি মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি, পরিদর্শক (তদন্ত) রবিউল হকের অপসারণ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত ও ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তার।

এসব দাবিতে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল এবং শুক্রবার থেকে প্রতিদিন সকাল-সন্ধ্যা কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন কাদের মির্জা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password