চরম অর্থ সংকটের কারণে ভাড়া দেওয়া হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন

চরম অর্থ সংকটের কারণে ভাড়া দেওয়া হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন
MostPlay

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের জন্য বরাদ্দ দেয়া সরকারি বাসভবন বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। আর্থিক সংকট মেটাতেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সে দেশের সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে শিক্ষা, বিয়ে, ফ্যাশন-সহ নানান অনুষ্ঠানের জন্য এবার প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হবে। এরই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখার কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে।

যে উপায়ে প্রধানমন্ত্রীর বাসভবনের ভাড়া থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনাও হবে বলে জানা গেছে। জানা যায়, বাসভবনটির অডিটোরিয়াম, দুটি অতিথিশালা, বাগানের অংশটি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের সেমিনারের জন্যও সাজানো হয়েছে অডিটোরিয়াম। উল্লেখ্য, অর্থাভাব মেটাতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করেন না। ২০১৯ সাল থেকে তিনি সরকারি বাসভবন ছেড়ে থাকেন বানী গালার নিজ বাসভবনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password