আরও ভয়ঙ্কর হচ্ছে ভারতের পরিস্থিতি

আরও ভয়ঙ্কর হচ্ছে ভারতের পরিস্থিতি
MostPlay

ভারতের ১৫০ জেলায় সম্পূর্ন রূপে লকডাউন ঘোষণা করতে পারে ভারতীও সরকার। করোনা পরিস্থিতি দিন প্রতিদিন ভয়াবহ রূপ ধারণ করছে, আর এমন অবস্থায় সংক্রমণের জের নিয়ন্ত্রণে আনতে ১৫০ জেলায় সম্পূর্ন লকডাউন ঘোষণা করতে পারে ভারত। ইতিমধ্যেই করোনা সংক্রমনের চেন ভাঙার জন্য দেশের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা হয়ে গিয়েছে।

গত একদিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন, মৃতের সংখ্যা ৩,২০০ জন। এই পরিস্থিতিতে দেশে ১৫০ টি রাজ্যে লকডাউন করার কথা ভাবছে ভারত এমনটাই দাবি করা হয়েছে একটি নামী সংবাদ সংস্থার তরফ থেকে। যেইসব জেলায় পজিটিভ কেসের হার ১৫ শতাংশের বেশি সেগুলিতে সম্পূর্ন লকডাউন ঘোষণা করা হবে।

এই বিষয়ে ভারতীও স্বাস্থ্যমন্ত্রক উচ্চপর্যায়ের একটি বৈঠকে মঙ্গলবার বসে এই সিদ্ধান্তে আসেন, তবে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেই চূড়ান্ত নির্ণয় নেওয়া হবে। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮২.৫৪ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে লকডাউন খুবই জরুরি।

রবিবার ভারতের সরকার প্রতিটি রাজ্য কে পরামর্শ দিয়েছিল যে সমস্ত এলাকায় করোনা সংক্রমনের হার বেশি সেগুলিকে কড়া কনটেনমেন্ট জোন এর আওতায় নিয়ে আসতে হবে। ওই এলাকাগুলিতে পজিটিভ কেসের হার ১০ শতাংশের বেশি এবং ৬০ শতাংশ ক্রিটিক্যাল কন্ডিশনের রোগী থাকলে এলাকাগুলিকে লকডাউনের অধীনে নিয়ে আসা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password