লকডাউনের ফল হলো হিতে বিপরীত

লকডাউনের ফল হলো হিতে বিপরীত

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশে এলাকাভিত্তিক লকডাউন শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর রাজাবাজার এলাকাকে প্রথম লকডাউন করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই লকডাউনের ফলাফল হিতে বিপরীত হয়েছে। রাজাবাজার লকডাউনের পর এই এলাকায় সংক্রমণ আরও বেড়েছে।

বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছিলেন যে, এভাবে এলাকাভিত্তিক লকডাউন দিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। পুরো দেশ লকডাউন করা প্রয়োজন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিজেদের খেয়াল খুশিমতো জোনিং ম্যাপ করেছে। এই জোনিং ম্যাপ ভুলে ভরা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা উত্তরের মেয়র আতকুল ইসলাম আজ জানিয়েছেন, লকডাউনের পর ঢাকার রাজাবাজারে আগের চেয়ে সংক্রমন বেড়েছে।

প্রসঙ্গত যে, গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টা থেকে রাজাবাজারে লকডাউন কার্যকর করা হয়। আইইডিসিআর এর তথ্য বলছে, ৮ জুন সকাল ৮টা পর্যন্ত রাজাবাজারে আক্রান্ত ছিলেন ২৮ জন। আর ১৫ জুন সেটা গিয়ে ৩২ জনে পৌঁছেছে। আইইডিসিআর এর এই তথ্য নিয়ে নানা বিতর্ক আছে। তাছাড়া আজকের তথ্য তারা এখনও প্রকাশ করেনি। কিন্তু সিটি কর্পোরেশনের তথ্য বলছে লকডাউনের পর থেকে রাহাবাজারে ২৪ জন রোগী বেড়েছে। এ অবস্থায় এই জোন ভিত্তিক লকডাউন তেমন কোনো কাজে আসছে না সেটা প্রমাণিতই বলা চলে। হিতে বিপরীত ফল বয়ে আনছে এই লকডাউন।

মন্তব্যসমূহ (০)


Lost Password