একযোগে মন্ত্রীসভার সকলকে নিয়ে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একযোগে মন্ত্রীসভার সকলকে নিয়ে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
MostPlay

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন না পাওয়ায় অবশেষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে রাজার নির্দেশে পরবর্তী সরকার গঠন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেছেন তিনি। মালয়েশিয়ার সকল নাগরিকদের কাছে যে কোন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তানশ্রী মুহিউদ্দিন। 

ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, 'জীবন ও জীবিকা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্ষমতার অপব্যবহার করে আমি প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চাইনি। এসময় নতুন সরকারে যেই আসুক তার জন্য শুভকামনাও জানান মুহিউদ্দিন তানশ্রী'। 

 অপরদিকে, দেশের নতুন সরকার কে হবে তা রাজার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।  মুহিউদ্দিন বলেন, 'রাজা যার উপর আস্থা রাখবেন, যার সমর্থন বেশি তিনিই হবেন মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী'। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদও বিলুপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য থাকে যে, অবসর ভেঙ্গে রাজনীতিতে এসে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন ড. মাহাথির মোহাম্মদ। দুই বছরের মাথায় মাহাথির মোহাম্মদ  পদত্যাগ করেন। পরে তৈরি হয় জটিলতার। জটিলতা কাটাতে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে রাজার সম্মতিতে দায়িত্ব পান মাহাথির সরকারের সাবেক মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password