পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েই চলেছে

পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েই চলেছে

ফরিদপুরে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা, যমুনা, গড়াই ও দুধকুমার নদ-নদীর পানি। বন্যার পানির কবলে পড়ে ভেঙে যাচ্ছে সড়ক, তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর।

সুরমা- কুশিয়ারা ছাড়া অন্যান্য নদ-নদীর পানিও বেড়েছে। ফলে দিনদিন বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ঘর-বাড়ি তলিয়ে গেলে এসব মানুষের বাধ্য হয়ে পরিবার-পরিজনসহ আশ্রয় নিতে হচ্ছে বাঁধে। 

ফরিদপুর সদরের তিনটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে বন্যার পানিতে। শনিবার সকাল ৬ টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বেড়ে বিপদসীমার প্রায় ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে গতকাল (শনিবার) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র একটি প্রতিবেদনে জানিয়েছে। এদিকে শুক্রবার সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের বন্যা কবলিত ৪০০ পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। বাকি ২টি ইউনিয়নে রবিবার প্রায় ৩৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করার কথা রয়েছে। 

পদ্মা নদীর পানি বাড়ায় এখন পর্যন্ত ফরিদপুরের মোট ৪১টি গ্রামের ৫ হাজার ৩৫০ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। সবকিছু তলিয়ে যাওয়ায় খাদ্য এবং বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে বন্যাকবলিত মানুষের মধ্যে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password