বদলে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

বদলে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একেবারে শুরুর আট ফ্র্যাঞ্জাইজির একটি কিংস ইলেভেন পাঞ্জাব। তবে আগামী মৌসুমে এই নাম আর থাকছে না প্রীতি জিনতার মালিকানাধীন দলটি। নাম পরিবর্তন হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। 

লিগের ১৪তম আসর থেকে ‘পাঞ্জাব কিংস’ নামে নামে দেখা যাবে ফ্র্যাঞ্জাইজিটিকে। নাম পরিবর্তনের বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্র্যাঞ্জাইটির মালিক হিসেবে আছেন মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পাল। আইপিএলে এখন পর্যন্ত বাজে পারফরম্যান্স দেখানো দলের একটি পাঞ্জাব। লিগের ১৩ বছরের ইতিহাসে কেবল একবার তৃতীয়স্থান ও একবার রানার্স-আপ হয়েছিল তারা।

আইপিএলে নাম পরিবর্তনের নজির এবারই প্রথম নয়। এর আগে দিল্লী ডেয়ারডেভিলসের নাম বদলে রাখা হয় দিল্লী ক্যাপিটালস। রাইজিং পুনে সুপারজায়ান্টের নাম একটু বদলে রাখা হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তবে পাঞ্জাবের নাম বদলে সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। কেউ কেউ অবশ্য স্বাগতও জানিয়েছেন। নাম বদলের ঘোষণা আসবে আগামী ২-৩ দিনের মধ্যেই, নিলামের আগে।

এদিকে আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password