নরসিংদীতে দেড় লাখ টাকার পশুরহাটের ইজারা ৩৩ লাখ !

নরসিংদীতে দেড় লাখ টাকার পশুরহাটের ইজারা ৩৩ লাখ !

রাব্বি সরকার : নরসিংদীর পলাশ উপজেলায় কোরবানির একটি অস্থায়ী পশুর হাটের ইজারার মূল্য এবার ৩৩ লাখ ১০০ টাকা নির্ধারণ হয়েছে। যা এই হাটটির ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারিত হয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কোরবানি পশুরহাটের উন্মোক্ত দরপত্রে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারের অস্থায়ী পশুর হাটটির সর্বোচ্চ দর তুলেন কৃষক বান্ধব ট্রেড্রার্স।

উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্যে মতে, হাটটির ইতিহাসে সর্বোচ্চ দরপত্র এটি। গত বছর একই হাটের মূল্য ছিল ১ লাখ ৩৪ হাজার টাকা। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ৮ জন ইজারাদার হাটটির ইজারাপত্র ক্রয় করেন। পরে তিনজন ইজারাদার দরপত্র জমা দেয়। এর মধ্যে মেসাস্ আফরান ট্রেডাস্ ১৯ লাখ, মেসাস্ আব্দুল হাই ৩১ লাখ ১০ টাকা ও মেসাস্ কৃষক বান্ধব ট্রেডাস্ ৩৩ লাখ ১০০ টাকা দর তুলেন। স্থানীয় ইজারাদাররা জানান, তালতলী পশুর হাটটি ১ লাখ থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা দরদাম উঠতো। তবে এতো টাকায় ইজারা নেওয়াটা এই প্রথম। তবে নাম প্রকাশে অনুচ্ছুক কয়েকজন ইজারাদার জানান, বিগত সময়ে সরকারকে কম মূল্য দেখিয়ে একটি মহল হাটটির ইজারা নিয়ে আসছিল। প্রকৃতপক্ষে এই হাট থেকে ৪০ থেকে ৫০ লাখ টাকা ইজারা পাওয়া যেতো।

কিন্তু বিগত সময় গুলোতে সরকার এখান থেকে লাখ-লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সচ্ছতার মাধ্যমে তালতলীর পশুর হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। উন্মুক্ত দরপত্রে সকল ইজারাদারদের উপস্থিতিতে এর সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়। এতে করে সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password