পদ্মা সেতুতে প্রথম দূর্ঘটনা, আহত অন্তত ১০ জন

পদ্মা সেতুতে প্রথম দূর্ঘটনা, আহত অন্তত ১০ জন

দেশে কঠোর বিধিনিষেধের লকডাউন চলছে, কিন্তু রাজধানীতে প্রবেশ কিংবা বেইর হওয়া প্রত্যেকটা পয়েন্টে মানুষের উপচে পরা ভীড় দেখা গেছে, এদিকে নদী পার হওয়ার সময় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রোরো ফেরি শাহ জালালের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রধান পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় ফেরির চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ পরিস্থিতিতে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় কোনো বিপদ হয়নি। এরপর চালক নির্বিঘ্নে শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেন।


রোরো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান জানিয়েছেন, হঠাৎ করেই ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে তীব্র স্রোত থাকায় পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরির। তবে বড় কোন সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password