রাজধানীর ওয়ারীর ভবনে আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর ওয়ারীর ভবনে আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর ওয়ারীর লারমিনি স্ট্রিটে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। 

পুরান ঢাকার ওয়ারীর মিনা বাজারের পাশে একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায় রাত ৮টা ২০ মিনিটে। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। আগুন লাগার কারণ সম্পর্কে ও এলাকাবাসী বা ভবনবাসী কেউ কিছু বলতে পারেনি। 

ভবনটি মূলত একটি পুরোনো দোতলা ভবন ছিল এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনের নিচতলায় একটি গুদামে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে গুদামটি কিসের ছিল তার ব্যাপারে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের একান্ত প্রচেষ্টায়ই তুলনামূলক দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে এবং জানমালের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password