পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের শিকার

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের শিকার
MostPlay

পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর নির্মমভাবে আহত করেছে।রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিলকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়। তাকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। রাষ্ট্রদূতের কণ্যা যে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সেই গাড়িতে অজ্ঞাত অপহরণকারীরা উঠে পড়ে। এরপরপরই তার উপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।

তবে অপহরণের কয়েক ঘন্টা পর তাকে মুক্ত করে দেয় অপহরণকারীরা। তাকে কিভাবে মুক্ত করা হয়েছে এব্যাপারে আফগান এবং পাকিস্তান কোন পক্ষই মুখ খুলেনি। এ নিয়ে দুদেশের বিবাদমান সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকেছে। এঘটনার জেরে ইতোমধ্যেই কাবুলে অবস্হিত পাকিস্তান এম্বাসির সামনে শতশত আফগানি জনগণ পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ বলছে আফগানিস্তানের রাষ্ট্রদূত এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password