রামদা হাতে নাচানাচি করা সেই কাউন্সিলর বরখাস্ত

রামদা হাতে নাচানাচি করা সেই কাউন্সিলর বরখাস্ত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৫ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত সেই কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৩ এর আইনের ১২ এর উপধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে  সাময়িক বরখাস্ত করা হলো।

রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘কাউন্সিলর সাইফুল বিন জলিল যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন মর্মে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয় থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে লিখিতভাবে জবাব দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

গত শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকন উদ্দিন নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন। ওইদিন বিকেল পৌনে ৪টার দিকে মিছিলটি নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল।

এ সময় তিনি অতর্কিতভাবে মিছিলের ওপর গাড়ি তুলে দেন। এতে রোকন উদ্দিনের দুই পা গুরুতর জখম হয়। ঘটনার কিছুক্ষণ পর চকবাজার এলাকায় ওই কমিশনারের মালিকানাধীন পেট্রোল পাম্পে দেশীয় অস্ত্র হাতে উল্লাস করেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনার রাতে রোকন উদ্দিন বাদী হয়ে ওই কাউন্সিলরসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন গ্রেফতারকৃত কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password