পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না দণ্ডপ্রাপ্ত আসামি

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না দণ্ডপ্রাপ্ত আসামি
MostPlay

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না দণ্ডপ্রাপ্ত আসামি। সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গ্রেফতার হওয়া জসিম উদ্দিন (৪২) উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

নান্দাইল থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন  জসিম উদ্দিন। সোমবার দুপুরে হঠাৎ পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দেন তিনি। এরপর কোনো কথা না বলে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে থাকেন।

সন্দেহ হওয়ায় পুলিশও তার পিছু ছাড়েনি। আধা ঘণ্টা পার হলেও না ওঠায় সাঁতরে জসিমকে ধরে পুলিশ। থানায় নেয়ার পর জানা গেল তিনি একজন দণ্ডিত আসামি। জসিমকে জিজ্ঞাসাবাদের জানা যায়, তিনি অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি।

এছাড়া ঢাকার দক্ষিণখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৫ জানুয়ারি অবৈধ অস্ত্র মামলায় আদালত গ্রেফতার জসিম উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password