ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে ফরিদ উদ্দিন (৪৩) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামস্থ নিজ বাড়ির সামনে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। ফরিদ উদ্দিন ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার ছোনকা বাজারে রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। ব্যবসায়ী ফরিদ উদ্দীনকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ছোনকা বাজারস্থ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি উদ্দেশে রওনা হন তিনি। একপর্যায়ে নিজ বাড়ির সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ী ফরিদ উদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত এই ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। এর মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি শহিদুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password