দগ্ধ কলেজ শিক্ষিকা খাবার গরম করতে গিয়ে

দগ্ধ কলেজ শিক্ষিকা খাবার গরম করতে গিয়ে

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় খাবার গরম করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়েছেন লিপি খানম (৩৮) নামে এক কলেজ শিক্ষিকা।

বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া ইন্সটিটিউট সংলগ্ন নিজবাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।লিপি খানম যশোরের বসুন্দিয়ার সিঙ্গিয়া কলেজের প্রভাষক। তিনি নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজানুর রহমান পুটুর স্ত্রী।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার সময় লিপি খানম মাংস গরম করতে রান্না ঘরে যান। আগুন আগুন বলে চিৎকারে পরিবারের সদস্যরা রান্না ঘরে গিয়ে দেখেন লিপির শরীরে থাকা কাপড়ে ও সিলিন্ডারের পাইপে আগুন জ্বলছে। এ সময় পানি ঢেলে আগুন নেভানো হয় এবং তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়।

অগ্নিদগ্ধ লিপি খানমের ভাসুর মনিরুজ্জামান মনি জানান, আগুনে লিপি খানমের মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ ঝলসে গেছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password