নওগাঁয় নিখোঁজের ৬ ঘন্টা পর ছোট যমুনা নদী থেকে লাশ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের ৬ ঘন্টা পর ছোট যমুনা নদী থেকে লাশ উদ্ধার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীতে নিখোঁজের ৬ ঘন্টা পর কলেজ ছাত্র আবু শাহাদত শাহি সরদার (১৮) এর লাশ উদ্ধার করেছে রাজশাহী দমকল ও উদ্ধারকারী ডুবুরি দলের সদস্যরা।

নিহত আবু শাহি ঢাকার মুনশী আবদুর রউফ কলেজের এইচ এস সি বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ও উপজেলার সরদার পাড়ার একরামুল হক (বাবুল) সরদারের ছেলে। শনিবার দুপুরে দেড়টায় নদীতে গোসল ও সাঁতার কাটতে গিয়ে ওই কলেজ ছাত্র নিখোঁজ হন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড় টায় বদলগাছী সদরের নতুন হাট স্থাপনের উদ্দ্যেশে ভরাট করা নদীর পশ্চিম-উত্তর স্থানের চরে এসে একত্রে মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিম সহ ৬/৭ জন বন্ধু মিলে ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে গোসল করতে ও যমুনা নদীর পূর্ব পাড়ে যাবার জন্য আরেক ছাত্র মারুফের সাথে সাঁতার কাটতে নদীর পানিতে নামে নিহত শাহি। এ সময় সাঁতার কেটে পূর্ব পাড়ে যেতে নদীর মাঝখানে গিয়ে সাঁতার কাটতে তার দম ফুড়িয়ে ক্লান্ত হয় পড়েন। এক সময় অথৈ পানিতে হাবু ডুবু খেতে আরম্ভ করে এবং স্রোতের পানিতে ভেসে তলিয়ে যেতে থাকলে প্রাণে বাঁচতে আর্ত চিৎকার করতে থাকে। এ অবস্থা দেখে তার সব বন্ধুরা নদীর পশ্চিম পাড় থেকে দ্রুত সাঁতার কেটে নদীর মাঝখানে এসে শাহিকে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাঁশ ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসতে বললে সে ওই বাঁশ ধরতে ব্যর্থ হয়। শেষ রক্ষা করার চেষ্টাকালে আবু শাহাদত শাহী নদীর পানির প্রবল স্রোতে পূর্ব দিকে তলিয়ে নিখোঁজ হয়ে যায় বলে জানান তার বন্ধুরা ।

উদ্ধারকারী দল প্রধান কবির হোসেন জানান, সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে নওগাঁর পত্নীতলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দল প্রধান আরো বলেন, নওগাঁতে কোন ডু্ুবুরি না থাকায় রাজশাহীর দমকল ও উদ্ধারকারী বাহিনীকে সংবাদ দেয়া হয়। ডুবুরি দল প্রায় আঁধা ঘন্টা চেষ্টার পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডুবে নিখোঁজ হয়ে যাওয়া স্থান থেকে প্রায় ৩০/৩৫ ফুট দূরে ভাটি থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, রাজশাহীর ৪/৫ জন ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের মাত্র আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিখোঁজ হয়ে যাওয়া স্থান থেকে সামান্য দূরে ১৫/২০ হাত ভাটিতে নিহত শাহীর লাশ উদ্ধার করেন। ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে দাফন সম্পন্ন করা হয়েছে বলেও তিনি আরো জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password