সাতক্ষীরায় ট্রলারডুবির ঘটনায় আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় ট্রলারডুবির ঘটনায় আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহনিয়ায় কপোতাক্ষ নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনায় আরও একটি লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মরদেহটি শফিকুল ইসলামের (৪৪) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা। ওই ঘটনায় তিনজন নিখোঁজ ছিল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় কুড়িকাহনিয়া লঞ্চঘাট এলাকার নিকটে কপোতাক্ষ নদে মৃতদেহটি ভাসতে দেখে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার করে।

নিহত শফিকুল শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে।

এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে কাজ করতে গিয়ে ট্রলারডুবে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হলো।

এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে একই গ্রামের মঞ্জিল গাজীর ছেলে বাবর আলীর  মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করা হয়।তবে এখনো ট্রলারডুবিতে একইসঙ্গে নিখোঁজ হওয়া শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মানিক মোড়লের ছেলে আবদুল আজিজকে পাওয়া যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বিষয়টি বিডিটাইপকে নিশ্চিত করেন।

তিনি জানান, নিখোঁজ আরও একজনকে উদ্ধারে এখনো অভিযান চলমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password