খালেদা জিয়াকে চিঠি দিল সেনাবাহিনী

খালেদা জিয়াকে চিঠি দিল সেনাবাহিনী

সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সেনাবাহিনীর সদর দফতর থেকে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিডিটাইপকে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়। ’

তিনি বলেন, খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিনী। সে হিসেবে তিনি পেনশন ভোগ করে থাকেন। এজন্য প্রায়ই সেনাবাহিনী থেকে কাগজপত্র আসে। এটাও তারই অংশ।

১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেনশন পেয়ে আসছেন। তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন এটা পাবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password