করোনার ভয়াবহ ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত বাংলাদেশে

করোনার ভয়াবহ ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত বাংলাদেশে
MostPlay

কথায় বলে, "যেখানে বাঘের ভয়, সেখানে রাত পোহায়"।

তেমনি পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। করোনার ঊর্ধ্বগতি যেমনি বাড়তেছে, তেমনি নানা পদক্ষেপ নিয়েও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে মরণঘাতী এই করোনাকে। এই যখন পরিস্থিতি বাংলাদেশের তখন পাশের দেশ ভারতে শ্মশান বা কবর স্থানে জায়গা হচ্ছে না লাশের। এরই মধ্যে আমাদের পরিস্থিতিও যখন খুবই নাজুক তখনই দেখা মিললো আরেক বিপদের আশংকা।

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আজ শনিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে। 

আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর জানান, রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া এক স্যাম্পল পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password