বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ বলেন, গত ২১ নভেম্বর দুপুরে বনমরিচা গ্রামের আব্দুল লতিফের শিশু মেয়েকে গরুর ঘাস কাটার কথা বলে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিশোর আব্দুল আলিম। একপর্যায়ে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তবে কৌশলে পালিয়ে যায় ওই কিশোর। ভুক্তভোগী শিশুটির পরিবার মামলা করার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে।
পুলিশ পরিদর্শক এসএম আবুল কালাম আজাদ আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া ওই কিশোরকে বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন