সিরাজগঞ্জে শিক্ষক পুত্রের হিজড়াকে বিয়ে, ৭০ হাজার টাকায় রফা!

সিরাজগঞ্জে  শিক্ষক পুত্রের হিজড়াকে বিয়ে, ৭০ হাজার টাকায় রফা!
MostPlay

সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক পুত্র অন্তরের(১৭)  হিজড়াকে বিয়ে করার খবরে সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড়।পারিবারিক চাপের মুখে ৭০ হাজার টাকার বিনিময়ে রফা পুর্বক তালাক দেওয়ার চাঞ্চল্যকর তথ্য এখন সর্বত্র।

জনসম্মুখে ছড়িয়ে পড়ায় গোপনীয়তার সাথে  তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ কতিপয় মাতব্বর সিরাজগঞ্জ রোডের পুর্ব-দক্ষিণ পাশে অবস্থিত দাদনপুর প্রিয় নীড়ে বসে সামাজিক ভাবে শালিসের মাধ্যমে  ৭০ হাজার টাকার বিনিময়ে  রফা করে  নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে বিষয়টি ছড়িয়ে পড়া তথ্যের সুত্রধরে সরেজমিনে গিয়ে জানা যায়,সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরফান আলীর পুত্র সাহেবগঞ্জ জিআর কলেজ এর একাদশ শ্রেনির ছাত্র অন্তর (১৮)  সিরাজগঞ্জ রোডের প্রিয় নীড়ের বাসিন্দা তৃতীয় লিঙ্গের ফুলজান (১৭) এর সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ২লক্ষ টাকা কাবিন মূলে দুজনে বিয়ে করেন।

 সুকৌশলে ৩ লক্ষ টাকা ও সোনা গহনার হাতিয়ে নেওয়ার পর অন্তর  তার স্ত্রী ফুলজান এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে নিরুপায় হয়ে ফুলজান হাটিকুমরুলের দাদনপুরে এসে এরফান মাষ্টারের বাড়িতে এসে অনশন শুরু করে।

পরবর্তীতে এরফান মাস্টারের পরিবারের সদস্যসহ উভয়ের মনোনিত মাতব্বতরা সম্প্রতি প্রিয় নীড়ে বসে ফুলজানের হাতে ৭০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে রফা করেন। 

এ ঘটনার সত্যতা স্বীকার করে এরফান মাষ্টারের স্ত্রী দুলালী খাতুন বলেন,বিষয়টি প্রায় ১৫/২০ দিন আগে শালিসের মাধ্যমে ওই হিজড়া ফুলজানকে ৭০ হাজার টাকা দিয়ে তালাক প্রদান করা হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password