শিবচরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

শিবচরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

মাদারীপুরের শিবচর উপজেলায় বহেরাতলা উত্তর  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এসময় নির্বাচনী ক্যাম্প ভাংচুরসহ বাড়িতে হামলারও অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাত ৯টার দিকে ইউনিয়নের সোতারপাড় এলাকায় এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইদ্রিস আকন, লিখন আকন, মাহমুদা, ইমন, জাবেদ ও রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে মাহমুদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইউনিয়নের সোতারপাড় এলাকার আলমাছ শিকদার নামে এক ব্যক্তি সোতারপাড় বাসস্ট্যান্ডে তার দোকান
চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হায়দারকে নির্বাচনী ক্যাম্প করার জন্য ভাড়া দেন। এ নিয়ে অপর চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল হক শিকদারের সঙ্গে আলমাছ শিকদারের কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে রাতে নুরুল হক শিকদারের সমর্থক আজিজুল শিকদার, শাওন শিকদার, আওলাদ শিকদারসহ ১০/১২ জন মিলে নির্বাচনী ক্যাম্প ও বাড়িতে হামলা চালায়।  এ সময় ৬ জন আহত হন।পরে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌমিত্র রায় বলেন, রাত ১০টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ (০)


Lost Password