পা হারানো সুমন পেলেন হুইল চেয়ার

পা হারানো সুমন পেলেন হুইল চেয়ার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো সুমন মিয়াকে হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। বৃহস্পতিবার (১১ মার্চ) ইউএনওর কার্যালয়ের সামনে সুমনকে হুইল চেয়ারটি বুঝিয়ে দিয়েছেন তিনি। সুমন উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্রামের হতদরিদ্র রিকশাচালক আহালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হতদরিদ্র সুমন মিয়া ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন। গত ১৪ জানুয়ারি ধান বোঝায় ট্রলি নিয়ে যাওয়ার সময় উপজেলার ভারেরা বাজারে অসাবধানতাবশত ট্রলি থেকে ছিটকে পড়ে যান তিনি। এ ঘটনায় ট্রলির চাকায় সুমনের দুই পা পিষ্ট হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিটোর (পঙ্গু) হাসপাতালে রেফার্ড করেন।

সুমনের পায়ের অবস্থা গুরতর হওয়ার সেখানে চিকিৎসকরা তার পা কেটে ফেলেন। এরপর থেকেই তার পঙ্গুত্ব জীবন শুরু হয়। পরে বাড়ি ফিরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবর হুইল চেয়ার চেয়ে লিখিত আবেদন করেন সুমন। বিষয়টি অবগত হওয়ার পর ইউএনও নিলুফা আক্তার নিজস্ব অর্থায়নে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।

সুমন মিয়া বলেন, পা হারানোর পর আমি আর বাইরে বের হতে পারছিলাম না। হতদরিদ্র রিকশাচালক বাবার পক্ষে আমার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইউএনও স্যার আমাকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন। এখন বাইরে বের হয়ে সবার সঙ্গে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সুমন সড়ক দুর্ঘটনায় তার দুটি পা হারিয়ে ফেলে। দুর্ঘটনার বর্ণনা দিয়ে হুইল চেয়ার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন করে। অবশেষে সুমনের সেই চাওয়াটি আজ পূরণ করতে পেরে ভালো লাগছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password