আবারও দেয়া হতে পারে কঠোর লকডাউন।

আবারও দেয়া হতে পারে কঠোর লকডাউন।

আগামী ১০ই আগস্টের পর থেকে কঠোর বিধিনিষেধ অনেকটাই শিথিল হতে যাচ্ছে। কিন্তু আজ সোমবার (৯ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লকডাউনের ফলে সব কিছু স্তব্ধ হলে কিছু কিছু মানুষ রাস্তায় পড়ে যাবে। পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হবে।

তিনি আরও বলেন, করোনায় মৃত্যুহার খুব একটা কমেনি। অনিশ্চিত ভবিষ্যত। এরমধ্যেও জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। লকডাউন দীর্ঘস্থায়ী হলে খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ে। সব মিলিয়ে মাঝে মাঝে লকডাউনের বিরতি দিতে হবে।

টিকা নেয়া সম্পর্কে তিনি জানান
, টিকা নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। ভারত থেকে আশ্বাস পাওয়া গেছে আবার টিকা পাওয়া যাবে। গণটিকা অব্যাহত রাখার জন্য চেষ্টার কোনো কমতি নেই। 

মন্তব্যসমূহ (০)


Lost Password