উইন্ডিজ অধিনায়কসহ তারকা ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসছেন না

উইন্ডিজ অধিনায়কসহ তারকা ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসছেন না
MostPlay

বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডারসহ তিন তারকা ক্রিকোটর। মঙ্গলবার জানা যায়, করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসছেন না জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার।

বাংলাদেশ সফরে উইন্ডিজরা খেলবে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। এছাড়াও রয়েছে ১টি করে ওয়ানডে ও ৪ দিনের প্রস্তুতি ম্যাচ।

১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে উইন্ডিজ ক্রিকেট দল। ১৮ জানুয়ারি একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। দু’দলের প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে হবে ২২ জানুয়ারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  

টেস্ট সিরিজ শুরুর আগে ক্যারিবীয়রা ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে একটি চারদিনের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ০৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট খেলবে দু’দল। পরের বা শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

মন্তব্যসমূহ (০)


Lost Password