বাংলাদেশকে ফলোঅনে পাঠায়নি শ্রীলঙ্কা

বাংলাদেশকে ফলোঅনে পাঠায়নি শ্রীলঙ্কা

তামিম ইকবালের দারুণ শুরুর পরেও ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৩ রানের জবাবে ২৫১ রানেই অলআউট হয়ে গেছে টাইগাররা। বাংলাদেশকে ২৫১ রানে অলআউট করে ২৪২ রানের লিড নিয়ে ফলোঅনে পাঠানোর সুযোগ থাকা স্বত্তেও তা করেনি শ্রীলঙ্কা।

অভিষিক্ত স্পিনার প্রভিন মুলত একাই ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রভিন একাই নিয়েছেন ৬ উইকেট। আরেক স্পিনার রমেশ পান দুটি উইকেট। শেষ দুই ব্যাটসম্যানকে বিদায় করেছেন সুরাঙ্গা লাকমল।

তামিম ইকবাল ৯২ করে আউৎ হয়ে গেলে মুশফিক ও মমিনুল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের স্কোরকে। প্রভিনের বলে মুশফিক আউট হয়ে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার। বাংলাদেশের পক্ষে সর্ব্বোচ্চ ৯২ রান করেন তামিম ইকবাল। এছাড় মমিনুল ৪৯ ও মুশফিক ৪০ রান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password