যশোরে লকডাউন কার্যকর করতে পুলিশের বিশেষ অভিযান

যশোরে লকডাউন কার্যকর করতে পুলিশের বিশেষ অভিযান

লকডাউন কার্যকর করতে পুলিশের অভিযান সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে যশোরে। করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। আর কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে সর্বদা বাংলাদেশ পুলিশ।

করোনার প্রথম ধাপ থেকেই সংক্রমণ হতে দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখতে প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসাবে পুলিশ বাহিনি জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দিন-রাত কাজ যাচ্ছে বাংলাদেশ প্রতিটি সদস্য।সারা দেশের মতো যশোর জেলাতেও চলছে ঈদের পরে সরকার ঘোষিত কঠোর লকডাউন।

যশোর জেলায় করোনা সংক্রমণ কমাতে সংক্রমণের প্রথম থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুলাই ২০২১খ্রিঃ সকাল ১০.০০ঘটিকার সময় যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান এর নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে লকডাউন কার্যকর ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সদর সহ জেলার প্রতিটি থানা এলাকায় টহল পরিচালনা করে পুলিশ।

টহলের শুরুতেই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, যশোরে করোনা সংক্রমণের হার আগের থেকে কিছুটা কমে গেছে এবং আমরা আশা করি সরকার ঘোষিত লকডাউন যদি সকলে মেনে চলে তবে সংক্রমণের হার কিছু দিনের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছি।

জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর জানান, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের প্রতিটি বিট অফিসাগণের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।

একই সাথে নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও আহবান জানাচ্ছেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। তিনি আরও জানান, মানুষ যেনো বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password