মাগুরার কিছু অংশ লকডাউন ঘোষণা

মাগুরার কিছু অংশ লকডাউন ঘোষণা

সারাবিশ্বে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯)  মহামারীর ২য় ঢেউয়ের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ ১৩ জুন (রবিবার) সন্ধ্যা  থেকে অনির্দিষ্টকালের জন্যে মাগুরা সদর এবং মাগুরার মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ ১৩ জুন (রবিবার) বিকালে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলাম এবং মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার  রামানন্দ পাল লক ডাউনের ঘোষণা দেন।

এই লকডাউনের ঘোষণা অনুযায়ী, জরুরী পরিষেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়াও খাবার ও ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

প্রচার মাইকের মাধ্যমেও জনসমাগম সীমিতকরণের বিষয়ে শহর ও মহম্মদপুর উপজেলা এলাকায়  প্রচারণা চালানো হয়েছে।

আজ ১৩ জুন সন্দেহভাজন ৫৩ জন রোগীর নমুনা পরীক্ষায় ১৭ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক ডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password