সারাদেশে সাংবাদিকদের উপর মৌলোবাদীদের হামলার প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ

সারাদেশে সাংবাদিকদের উপর মৌলোবাদীদের হামলার প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ

সারাদেশে সাংবাদিকদের উপর মৌলবাদীদের হামলার প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১ টায়  জেলা  প্রথমিক শিক্ষা অফিসের সামনে  সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সংহতি সমাবেশে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর সভাপতিত্বে সভায় দেশব্যাপী সাংবাদিকের উপর অব্যাহত নির্যাতনের  প্রতিবাদে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) লালমনিরহাট জেলা কমিটি সাধারন সম্পাদক, ও কেন্দ্রীয়  কমিটির  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সাজু, রংপুর জেলা  সাংবাদিক নির্যাতন  প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আফরোজা সরকার, রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম,  আনোয়ার ইমরোজ ইমু। 

এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিমুল ইসলাম,যগ্ন সাধারন সম্পাদকরবিন চৌধুরী রাসেল, শরিফা বেগম শিউলী,সাংগঠনিক সম্পাদক রাব্বী হাসান সবুজ,দপ্তর সম্পাদক
মেহেদী হাসিন, ক্রীড়া সম্পাদক শাকিল মাহমুদ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিব উদ্দিন , আইবিএন টিভির শরীফুল ইসলাম, তিস্তা সংবাদের ফেরদৌস জয়, রংপুরনিউজ ৭১ এর সাওমুন জুবায়ের সাকিন, রংপুর সংবাদ আল-আমিন  প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করে সম্প্রতি সারাদেশে সাংবাদিক নিযর্যাতন, হামলা, গাড়ি ভাংচুরসহ সাংবাদিক রতন সরকার ও বিএমএসএফ চট্টগ্রামের বোয়ালখালী শাখার সম্পাদক নারী সাংবাদিক কাজী আয়েশা আফরোজের  বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password