টাঙ্গাইলের সড়কে ছয় জনের প্রাণহানী

টাঙ্গাইলের সড়কে ছয় জনের প্রাণহানী

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বুধবার (১৯ মে) সকালে টাঙ্গাইল সদরের আশেকপুর, মির্জাপুরের পাকুল্যা ও ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় তারা হতাহত হন। বুধবার ভোরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার পাকুল্যায় ঢাকাগামী একটি বিকল কাভার্ডভ্যানকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হন।

নিহতরা হচ্ছেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের গণি মিয়ার ছেলে মাইক্রোবাস চালক হাসান মিয়া(২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদরের পিয়ারী গ্রামের এমদাদুলের ছেলে গোলাম মওলা শামীম(২৮) ও ব্রাহ্মনবাড়িয়ার তুলা বাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ও চালকের সহকারী ইমন মিয়া(২৫)।

ওই ঘটনায় নিহত গোলাম মওলার শামীমের স্ত্রী আহত মীম আক্তার(২৫) মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের চালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় এক জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একইদিন সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাসে দুইটি বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজন ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মতিউর রহমান(৩৮) এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যকান্তির ছেলে লহ্মণ, জীবন, মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ওয়াহেদ মিয়া।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে যাওয়ার সময় আশেকপুর বাইপাসে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ট্রাফিকের শীর্ষ কর্মকর্তা আহসান হাবীব চৌধুরী জানান, সড়ক-মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে কিছু চালক অমনোযোগী হয়ে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা করার ফলে দুর্ঘটনা ও প্রাণহানীর সংখ্যা বাড়ছে। দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password