সিরাজগঞ্জের রায়গঞ্জে মরিচ বীজের জমজমাট হাট

সিরাজগঞ্জের রায়গঞ্জে মরিচ বীজের জমজমাট হাট
MostPlay

 সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে মরিচ বীজের কেনাবেচা। সোমবার (৩রা অক্টোবর) সারাদিন উপজেলার এই হাটে বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এই হাটের কদর একটু বেশি। গেল ১৪ থেকে ১৫ বছর ধরে কেনাবেচাও বেড়েছে।  জেলার বিভিন্ন পাইকাররা এই হাটে আসাতে খুশি স্থানীয় মরিচ চাষি ও ব্যবসায়ীরা।

দিন দিন মরিচের উৎপাদন বাড়ার সঙ্গে বেড়েছে চাহিদা। মচিরের ভরা মৌসুমে প্রতিদিন গড়ে সত্তর লাখ লাখ  টাকার বেশি মরিচ বিক্রি হয়ে থাকে বলে দাবি করছেন হাট ইজারাদার।

স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া ভাল থাকায় উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে মরিজের বীজ ক্রয় করে চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছেন আমাদের মতো অনেক কৃষক। প্রাকৃতিক উপায়ে মরিজের বীজ সংগ্রহ করে নিজেরা নিজেদের জমি চাষাবাদ করছেন আবার অনেকেই বিক্রির জন্য উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যাচ্ছে। এসব মরিজের বীজ বিক্রি করা হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি অথ্যাৎ ৯হাজার শুরু করে ১০হাজার টাকা মন ধরে। 

উপজেলার হাটপাঙ্গাসী হাটে আসা মরিজ বীজ ক্রয় করতে আসা আব্দুর হালিম জানান, পুরো শীত আসার আগেই মরিজের বীজ বপন করলে ফলন ভাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগাম মরিজের বীজ বপনের জন্য হাট থেকে মরিজের বীজ ক্রয় করে নিয়ে যাচ্ছি। তবে দাম একটু বেশি।

এদিকে ব্যাপারিরা বলছেন, বর্তমানে শুক্ন মরিজের দাম বেশি হওয়ায় বীজের দাম একটু বেশি নেওয়া হচ্ছে। তবে কারো নিকট থেকে জোড় করে বা কায়দা করে নেওয়া হচ্ছে না। সীমিত লাভেই বীজ বিক্রি করা হচ্ছে।


মন্তব্যসমূহ (০)


Lost Password