ঈদের শেষ মূহুর্তে উপচে পড়া ভীড় নিউ মার্কেটসহ আরো অনেক স্থানে

ঈদের শেষ মূহুর্তে উপচে পড়া ভীড় নিউ মার্কেটসহ আরো অনেক স্থানে
MostPlay

আজ ১২ই মে, বুধবার। মাঝে আর মাত্র একদিন বাকি পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদের আগে শেষবারের মতো ঈদের প্রয়োজনীয় কেনাকাটা সেড়ে নিচ্ছেন ক্রেতাগণ। শহরে মার্কেটগুলোর ভীড় কমাতে পারেনি করোনার ভয়াবহ প্রকোপের সংবাদও। করোনার ভয়কে তোয়াক্কা না করেই মার্কেটগুলোতে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা গোষ্ঠি যেন এদেশে কোনোদিন ছিলোই না করোনা।

রাজধানীর স্বনামধন্য লোকাল মার্কেটের একটি নিউ মার্কেট, যেখানে বছরের পর বছরই লেগে থাকে সব রকম আর্থিক সামর্থের ক্রেতাদের ভীড়। সেখানে আজও দেখা গিয়েছে হাজারো ক্রেতা সমাগম। দেখা গেছে তারা একে- অন্যের গা ঘেষে ঠেলে ঠেলে তাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। এরূপ ক্রেতা সমাগম এখানে সবচেয়ে বেশি হলেও কম নেই মৌচাক, গাউছিয়া বা উত্তরার আজমপুরের সারি সারি দোকান ও ভ্যানগুলোতেও। এমনই ভাবে ক্রেতা সমাগম হচ্ছে দেশের নানান স্থানের মার্কেট গুলোতে।রাস্তাঘাটেও তাই কম নেই জনগণ ও যানবাহনের ভীড়।

শহরের এসকল লোকাল মার্কেটগুলোর অবস্থা শোচনীয় হলেও দেশের স্বনামধন্য যমুনা, বসুন্ধরা, কর্ণফুলি, টুইন টাওয়ার ইত্যাদি মার্কেটগুলোতে ক্রেতা সমাগম যথেষ্ট কম আছে এবং করোনার ভয়াবহতা এড়াতে তারা অনেকটাই সতর্কতা অবলম্বন করেছে। বিডিটাইপের নিজস্ব প্রতিবেদকের স্বচক্ষ দর্শনে এসকল তথ্যগুলোই ওঠে এসেছে।

নিউ মার্কেটের মতো লোকাল মার্কেটগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর যথেষ্ঠ তৎপর হয়ে শৃঙ্খলা অনুসারে জনগণকে মার্কেট করার সুব্যবস্থা করে দেওয়া উচিৎ হলেও সেখানে নেই তেমন কোনো পুলিশ পোস্টিং এর  ব্যাবস্থা। আর জনগণ ও চলছে ইচ্ছেমতো। যার ফলে ধারণা করাই যায় খুব শীঘ্রই হয়তো আরো এক ধাপ বেড়ে যাবে করোনার প্রকোপ। তাই এদিকে সরকারের উচিত দৃষ্টি দেয়া এবং মার্কেট করার ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পুলিশ মোতায়ন করা, যাতে মানুষ গা ঘেষে চলাচল করে করোনা বৃদ্ধির সম্ভাবনা আরো বাড়িয়ে না দেয়।

প্রতিবেদক: সুমাইতা লাইছা বুশরা

মন্তব্যসমূহ (০)


Lost Password