সিরাজগঞ্জে পুলিশ মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় সর্দারসহ আটক-৬,মালামাল উদ্ধার

সিরাজগঞ্জে পুলিশ মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় সর্দারসহ আটক-৬,মালামাল উদ্ধার
MostPlay

বগুড়া জেলার সোনাতলা থানা পুলিশের ভাড়াকৃত মাইক্রোবাসে ডাকাতি সংঘটনের ৭২ ঘন্টার মধ্যে ডাকাতির সাথে জড়িত ০৬ জন ডাকাতকে গ্রেফতার, লুন্ঠিত মালামাল, ডাকাতি কাজে ব্যবহৃত বার্মিজ চাকু এবং চাপাতি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার), পিপিএম (বার)।

তিনি বলেন, গত ১২ অক্টোবর বগুড়া সোনাতলা থানার অপহরণ মামলার ভিকটিম মোছাঃ রুদমিলা আক্তার রিশা’কে ঢাকা হতে উদ্ধারপূর্বক বগুড়া জেলার সোনাতলা থানার পুলিশসহ একটি ভাড়াকৃত মাইক্রোবাসে ঢাকা হতে বগুড়ায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কড্ডা ১৭ নং ব্রীজের অনুমান ৪০০ গজ পূর্বে উত্তরবঙ্গগামী মহাসড়কের উপর পৌঁছলে অজ্ঞাতনামা ডাকাত দলের কবলে পড়ে।

তাদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি ডাকাতি মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করা হয়।

আটককৃত ডাকাতেরা হলো, সিরাজগঞ্জের সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮),রায়পুর উত্তর পাড়া গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২),চন্ডিদাসগাঁতী গ্রামের ভারাটিয়া মৃত নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), চর-মালশাপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান (২১), পুর্ব মোহনপুর গ্রামের বাবু কশাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯) ও সয়াধানগড়া মহল্লার কিসমত আলী শেখের ছেলে আব্দুল মোতাবেল হোসেন (২৬)।

গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ১। হ্যান্ডকাপ-০১ জোড়া ২। মোবাইল-০৩ টি ৩। মানিব্যাগ-০১টি ৪। ওয়াকিটকি-০১টি ৫। পুলিশ ইউনিফর্ম-০১ সেট ৬। ক্রেডিট কার্ড-০১টি ৭। পুলিশ আইডি কার্ড-০১টি ৮। মানিব্যাগ-০১টি ৯। নগদ-৬২০০/- টাকা ১০। কালো ব্যাগ-০২টি, ১১। হাতঘড়ি-০১টি ১২। চশমার কাভার-০১টিসহ ডাকাতিতে ব্যবহৃত ১। দুইটি বার্মিজ চাকু ও ২। একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ (০)


Lost Password