সবুজ আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবুজ আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপযয় নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি জন্মস্থান গোপালগঞ্জের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলায় “জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা তৈরি শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন জেলার সমন্বয়কারী, মোঃ নাঈম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান, বাপ্পি সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্যতম সমস্যা জলবায়ু বিপযয়। শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের জন্য বাংলাদেশ আজ জলবায়ু ঝুঁকিতে। তাই আমাদের সংগঠনের মাধ্যমে বাংলাদেশসহ সারা পৃথিবীর সকল বাংলাদেশি জনগণকে রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে আমরা কাজ করছি। নতুন বছরের জানুয়ারি মাসে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, টুংগীপাড়া উপজেলা সমন্বয়কারী, মোহাম্মদ জিকরুল্লাহ, গোপালগঞ্জ সদর সমন্বয়কারী, ফাতেমা আক্তার, ছাত্র ফ্রন্টের সমন্বয়কারী, মোঃ মেহেদী হাসান প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password