ইনস্টাগ্রাম থেকে ছবি এবং ভিডিও সেভ করার নিয়ম

ইনস্টাগ্রাম থেকে ছবি এবং ভিডিও সেভ করার নিয়ম

ছবি বা ভিডিও শেয়ারিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম। জীবনের বিশেষ মুহূর্তগুলো অনেকেই শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। কিন্তু এইসব ছবি এবং ভিডিও যাতে কোনোভাবেই ডিলিট না হয়ে যায় সেদিকেও নজর রাখা উচিত। চলুন জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম থেকে কীভাবে ছবি ও ভিডিও সেভ করবেন।

প্রথম ধাপ: প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে আপনার পছন্দের ছবি বা ভিডিও বেছে নিন।

দ্বিতীয় ধাপ: এবার ওই ছবি বা ভিডিওর নিচে ডানদিকে দেখবেন একটা উল্টো এম এর মতো চিহ্ন রয়েছে।

তৃতীয় ধাপ: এম চিহ্নটিতে ক্লিক করলে আপনা আপনিই ওই নির্দিষ্ট ছবি বা ভিডিও সেভ হয়ে যাবে।

চতুর্থ ধাপ: এবার আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ওপরে ডানদিকের কোণে দেখবেন তিনটি ডট অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে ‘সেভড’ অপশন দেখা যাবে।

পঞ্চম ধাপ: ওখানে ক্লিক করলেই আপনি সেভ করা সমস্ত ছবি এবং ভিডিও দেখতে পারবেন।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password