জুভেন্টাস ছাড়লেন রোনালদো

জুভেন্টাস ছাড়লেন রোনালদো
MostPlay

সম্প্রতি বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক শেষ করে পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে৷ দলবদলের গুঞ্জন নিয়েই জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচের শেষদিকে মাঠে নেমেছিলেন সিআরসেভেন৷ তারপরেও তার দলবদলের গুঞ্জন যেন শেষ হচ্ছিল না। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। জুভেন্টাস ছাড়ছেন পর্তুগিজ যুবরাজ।

আজ জুভেন্টাসের কোচের কথাতেই পরিষ্কার হয়ে যায় ইতালি ছাড়ছেন রোনালদো। জুভেন্টাস কোচ অ্যালেগ্রি বলেন, গতকাল আমি যখন ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলেছিলাম, সে আমাকে জানিয়ে দেয় ওর জুভেন্টাসে থাকার কোনো ইচ্ছে নেই। সে যত দ্রুত সম্ভব ক্লাব থেকে চলে যেতে চায়। এ কারণে আজ সে দলের সঙ্গে নেই এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকছে না।

এর কয়েকঘন্টা পর ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২৭ আগস্ট) সকালে জুভেন্টাসের অনুশীলন মাঠে দেড় ঘণ্টা থেকে নিজের লকার রুম খালি করেছেন এবং শেষে সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের পর্ব শেষে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ব্যক্তিগত বিমানে করে ইতালি ত্যাগ করেন। বস অ্যালেগ্রি জানিয়েছেন, রোনালদোর আর জুভেন্টাসে থাকার কোনো ইচ্ছা নেই। তাই এম্পলির বিপক্ষে শনিবারের ম্যাচের দলেও তাকা রাখা হয়নি।

তবে জুভেন্টাস ছেড়ে রোনালদো কোথায় পাড়ি জমাচ্ছেন তা এখনও চুড়ান্ত হয়নি। অবেক মাধ্যম থেকেই শোনা যাচ্ছে সিআর সেভেন দুটি ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডিজ গতকাল রাত থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি দুই ক্লাবের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন। সবদিক বিবেচনা করে যেকোনো এক দলকে বেছে নেবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দুই একদনের মধ্যেই হয়তো রোনালদোর পরবর্তী ঠিকানা চুড়ান্ত হয়ে যাবে। যা রটে তা কিছুটা হলেও ঘটে। এমন শব্দটাকেই যেন সত্যি প্রমান হচ্ছে রোনালদোর ক্ষেত্রে।

মন্তব্যসমূহ (০)


Lost Password