চিনের নিয়ন্ত্রণহারানো রকেট সম্ভবত আজই ফিরছে পৃথিবীর দিকে

চিনের নিয়ন্ত্রণহারানো রকেট  সম্ভবত আজই  ফিরছে পৃথিবীর দিকে

চিনা রকেটকে ঘিরে গোটা বিশ্বে আতঙ্ক। সম্ভবত আজই  পৃথিবীর বুকে ভেঙে পড়তে পারে চিনা রকেটের ধ্বংসাবশেষ।  কোথায় পড়বে কে জানে ? আতঙ্কে কাঁপছে  গোট পৃথিবী।   অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চিনের বৃহত্তম রকেটের ১১০ ফুট লম্বা অভ্যন্তরীণ অংশ। আজই পৃথিবীর উপর ভেঙে পড়তে পারে চিনা রকেট। জানা যাচ্ছে, রকেটটির ওজন ২২ মেট্রিক টন।
 মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রকেট ভেঙে পড়লে তাতে মানব জীবনে খুব একটা ক্ষতি হবে না। সম্ভবত কোনও মহাসাগরে ভেঙে পড়তে পারে রকেটটি। কিন্তু, এখনই নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। চিনের এই রকেটটির নাম  লং মার্চ ৫বি রকেট । মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য এই শক্তিশালী রকেট বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। যে প্রকল্পটির নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। 

চিনা রকেটকে ঘিরে উদ্বেগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক। রকেটটিকে ট্র্যাক করছে তারা। রকেটটির উপর নজর রাখছে US Space Command-ও। আজ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে রকেটটি বায়ুর সঙ্গে ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়ে যাবে। এই সময়ই রকেটটির ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 অধিকাংশই ধ্বংসাবশেষই জ্বলেপুড়ে শেষ হয়ে যাবে, খুব সামান্য কিছু অংশ মাটিতে এসে পড়বে। তাও আবার পড়বে হয় মহাসমুদ্রে বা ভূমির এমন অংশে যেখানে মানুষের বসবাস নেই৷ গত বছরেও এই লং মার্চ ৫ বি রকেট ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। গত বছর আটলান্টিক মহাসাগরে পড়েছিল।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password