বাংলাদেশ তুরস্কের সামরিক সম্পর্কের অগ্রগতি

বাংলাদেশ তুরস্কের সামরিক সম্পর্কের অগ্রগতি
MostPlay

আজ (১৪ জুলাই, বুধবার) তুরস্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কী এরোস্পেস ইন্ডাস্ট্রিস পরিদর্শন করেছেন। এসময় তিনি তুর্কী এরোস্পেস ইন্ডাস্ট্রিস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। তুর্কী এরোস্পেস ইন্ডাস্ট্রিস কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে তাদের তৈরী বিভিন্ন সামরিক সরন্জাম সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরেন।

উল্লেখ্য তুর্কী এরোস্পেস ইন্ডাস্ট্রিস T-129 এট্যাক হেলিকপ্টার, HURKUS প্রাইমারী ট্রেইনার,TF-X ফিফথ জেন ফাইটার(নিউ প্রজেক্ট), ANKA ড্রোন, এবং টার্গেট ড্রোন তৈরী করে থাকে। এর মধ্যে গত ২০১৯ সালে তুরস্ক তাদের তৈরী নতুন প্রজেক্ট TF X ফিফথ জেন ফাইটারে জয়েন্ট ভেঞ্চারের অফার করে বাংলাদেশকে। বাংলাদেশ, পাকিস্তান এবং মালয়েশিয়া এই তিনটি দেশকেই তুর্কী ফিফথ জেন ফাইটার প্রোগ্রামে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোন দেশই এখনো সাড়া দেয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password