অভিনেতা শাকিব খান প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি। শাকিবের মামলার আবেদন ছিল ত্রুটিপূর্ণ। সেদিন রাতেই সাংবাদিকদের শাকিব বলেন, রহমত উল্লাহ একজন ভুয়া প্রযোজক। শাকিব আরো বলেন, ‘এই বাটপাড়-প্রতারক রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এ দেশের লাখো মানুষ যারা আমাকে ভালোবাসে, তাদের সঙ্গে প্রতারণা করেছে। আমার মনে হয়, এই রহমত উল্লাহ একা ছিল না।’
তিনি বলেন, ‘এই রহমত উল্লাহর পেছনে অনেক লোক জড়িত। না হলে এই রহমত উল্লাহর মতো এমন ভুয়া প্রযোজক নামধারী বাটপাড়, ভুয়া প্রযোজক সেজে আমার নামে বিচার চেয়েছে। এই কথাগুলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। যা তিনি গেল দুই দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে বলে আসছেন।’ এদিকে বাটপাড় ও ভুয়া প্রযোজক বলায় শাকিব খানের নামে রহমত উল্লাহ আইনি নোটিশ পাঠিয়েছেন। তাকে ভুয়া প্রযোজক, বাটপাড় বলার জন্য ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।
সেখানে শাকিব খানকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। রহমত উল্লাহ কয়েক দিন আগেই ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সলিউশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি।
তার কাছ স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়। এ চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না এ বিষয়ে বলেন, ‘গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা কোনো সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্লাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত। সেখানে তিনি বলেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এ ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এ বিষয়ে যেকোনো ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’ তবে এই আইনি নোটিশ পেয়েছেন কি না সে বিষয়ে শাকিব খানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন