বাইক থেকে পড়ে যাওয়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল প্রাইভেটকার

বাইক থেকে পড়ে যাওয়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল প্রাইভেটকার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারীকে চাপা দিয়ে কয়েক শ গজ দূরে নিয়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। গাড়িচালকের নাম আজাহার জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান এক নারীকে প্রাইভেটকার ধাক্কা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আজহার জাফর শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে বিদেশে ছুটি নিয়ে পুনরায় কাজে যোগদানসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে চাকরিচ্যুত করে।

নিহত রুবিনা আক্তার ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকায় থাকতেন। শুক্রবার বিকেলে তিনি তাঁর দেবরের সঙ্গে মোটরবাইকে করে হাজারীবাগ তাঁর ভাইয়ের বাসার উদ্দেশে রওনা হন। পথে শাহবাগ মোড় পার হলে ওই শিক্ষকের প্রাইভেট কার তাদের মোটরবাইককে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। ওই অবস্থায় গাড়িটি টিএসসি মোড় হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত চলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ে এসে আটক করেন এবং চালককে গণপিটুনি দেন।

এরপর রুবিনা ও জাফর শাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিক্যালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password