২৬ জন কৃষি শ্রমিককে কুড়িগ্রাম  পাঠাল পুলিশ 

২৬ জন কৃষি শ্রমিককে কুড়িগ্রাম  পাঠাল পুলিশ 

চলতি বোরো ধানাকাটা সংকট মোকাবেলায় কুড়িগ্রামের অলিপুর এলাকায় কৃষি উৎপাদন সচল রাখতে উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য রোববার ১৮ এপ্রিল  বিশেষ ব্যবস্থায়  মতলব উত্তর উপজেলা থেকে কৃষি শ্রমিকের ২৬ জনের  একটি দলকে ধান কাটার জন্য  পাঠানো হয়েছে কুড়িগ্রামের অলিপুর উপজেলায় ৷মতলব উত্তর থানার ব্যবস্থায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব এই কৃষি শ্রমিক পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন।

কৃষি শ্রমিকদের কুরিগ্রামে  পাঠানোর পুর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে  করোনা পরিস্থিতি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়।প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁদপুর পুলিশ সুপার এর সহযোগিতায় দুটি মাইক্রো বাসে এই শ্রমিকদের পাঠানো হয়। এসময় তাদের হাতে  সুকনো খাবার , পানি ও মাস্ক  শ্রমিকদের হাতে তুলে দেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password