নরসিংদীতে করোনা সচেতনতায় মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা

নরসিংদীতে করোনা সচেতনতায় মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা

নররসিংদী মহামারী করোনাভাইরাস প্রতিরোধ ও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে মসজিদে প্রচারণা চালিয়েছে পুলিশ। আজ শুক্রবার (৬ আগস্ট) নরসিংদী জেলার করোনা পরিস্থিতি ও ডেঙ্গু সতর্কতা সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনামূলক বক্তব্য রেখেছেন জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।

তারা বিভিন্ন মসজিদে শুক্রবার জুম্মার নামাজের প্রাক্কালে মসজিদে আগত মুসল্লীদের উদ্দেশ্যে করোনা মহামারীর কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। করোনার ব্যাপক বিস্তাররোধে বিভিন্ন সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, সমাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলা, হাটবাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেওয়াসহ বিভিন্ন সরকারী বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ করেন। এছাড়া সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘনঘন হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় মশা নিধন এবং মশারী টাঙ্গিয়ে ঘুমানো, ডেঙ্গু মশা সৃষ্টি হতে পারে এরূপ অপরিষ্কার- অপরিচ্ছন্ন স্থান পরিস্কার রাখা, বর্ষা মৌসুমে গত কিছুদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে বন্যা হতে পারে মর্মে আগাম সতর্ক থাকা, পানিবাহিত রোগ, সাপের উপদ্রপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

তাছাড়া, সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়া, জ্বর সর্দি ও কাশী হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য অনুরোধ করেন। করোনা মহামারীর এই সময়ে সকল নাগরিককে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password