প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে জনগণ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে জনগণ
MostPlay

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটি দেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে। মঙ্গলবার (২২ জুন) একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ‘আমাদের জন্য একটা মাইলফলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি’।

বিশ্বের অনেক দেশ, বিশেষ করে দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়। এ কথা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায় সে চিন্তা ভাবনা থেকে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিয়েছে সরকার’।

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি। যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি’।

মন্তব্যসমূহ (০)


Lost Password