আর্জেন্টিনা দলে ফিরলেন পাওলো দিবালা

আর্জেন্টিনা দলে ফিরলেন পাওলো দিবালা
MostPlay

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ৩০জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী মাসের শুরুর দিকে লিওনেল মেসিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, ভেনেজুয়েলা ও বলিভিয়া।

আর্জেন্টিনা স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গত দুই বছরের মধ্যে এই প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেলেন পাওলো দিবালা। লিওনেল স্কালোনির স্কোয়াডে নিয়মিতই থাকেন দিবালা। কিন্তু অসুস্থতা ও চোট মিলিয়ে জুভেন্টাসে অনিয়মিত হয়ে পড়ায় জাতীয় দলেও জায়গা হারান এই ফরোয়ার্ড। সিরি আ'র দলটির নতুন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কোচিংয়ে নিজেকে ফিরে পাচ্ছেন তিনি। প্রাক মৌসুমটা বেশ ভালো কেটেছে। সিরি আ'য় দলের প্রথম ম্যাচে পেয়েছেন গোলের দেখা। পাওলো দিবালার সাথে আর্জেন্টিনার ৩০ জনের দলে আরো ফিরেছেন গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফয়থ ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইয়ের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাচ কোপার ফাইনালের পুনরাবৃত্তি, মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হবে তারা ৬ সেপ্টেম্বর রাত একটায়। চার দিন পর ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় বলিভিয়াকে স্বাগত জানাবেন মেসিরা।

আর্জেন্টিনা দল : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিল, নাহুয়েল মলিনা লুসেরো, জার্মেই পেজ্জেলা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস একোনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি লো সেলসো, অ্যানজেল ডি মারিয়া, অ্যানজেল কোরেয়া, আলেজান্দ্রো গোমেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া, এমিলিয়ানো বোয়েন্দিয়া, লতারো মার্টিনেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা।

মন্তব্যসমূহ (০)


Lost Password