ইনিংস ব্যাবধানেই জিতলো পাকিস্তান

ইনিংস ব্যাবধানেই জিতলো পাকিস্তান

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অনেকেই হয়তো বলে দিয়েছিল ইনিংস ব্যাবধানে জিততে চলেছে পাকিস্তান। কারণ প্রথম দিনেই স্বাগতিকদের অলআউট করে বিনা উইকেটে তাদের সংগ্রহ প্রায় ছুয়ে ফেলেছিল পাকিস্তান। সবার ধারণা সঠিক প্রমান করে হারারেতে মাত্র তিনদিনেই স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানে রানে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৭৬ রানের জবাবে ফাওয়াদ আলমের চতুর্থ সেঞ্চুরতে পাকিস্তান করে ৪২৬ রান। ২৫০ রান পিছিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৩৪ রানে। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারে খারাপ করেনি জিম্বাবুয়ে। একটা পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৯২ রানে ৩ উইকেট। এর পরেই পাল্টাতে থাকে দৃশ্যপট। পাকিস্তানের বোলিং তোপে বিশেষ করে হাসান আলীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে তারা অলআউট হয়ে যায় ১৩৪ রানে! ৫ উইকেটে ১১৮ রান নিয়ে চা বিরতিতে যাওয়া জিম্বাবুয়ে বিরতি থেকে ফিরে মাত্র আধঘন্টার মতো টিকতে পেরেছিল। লোয়ার অর্ডারকে ছেঁটে দিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পেসার হাসান আলী। শেষের চার উইকেট নিয়ে তিনি পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। মোট ৯ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। এই টেস্ট জিতে তিন বছরে বিরল এক স্বাদই পেয়েছে পাকিস্তান। প্রথম কোনও অ্যাওয়ে টেস্ট জিতেছে ৩ দিনের ব্যবধানে।আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে এই মাঠেই।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৭৬ ও ১৩৪ (মুসাকান্দা ৪৩, টেইলর ২৯, হাসান আলী ৩৬/৫)

পাকিস্তান ১ম ইনিংস: ৪২৬ (ফাওয়াদ ১৪০, ইমরান বাট ৯১, মুজারাবানি ৭৩/৪)

মন্তব্যসমূহ (০)


Lost Password