পাকিস্তানি ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠানো ট্রেন্ট বোল্টকে ঘিরে সতীর্থদের উল্লাস

পাকিস্তানি ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠানো ট্রেন্ট বোল্টকে ঘিরে সতীর্থদের উল্লাস
MostPlay

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কিউইদের দ্বিতীয় ইনিংস শেষে জেতার জন্য ৩৭৩ রানের পাহারসম টার্গেট পেয়েছিল সফরকারী পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৭১ রান সংগ্রহ করেছে তারা। জেতার জন্য এখনো ৩০২ রান দরকার তাদের, হাতে আছে ৭ উইকেট। পঞ্চম দিনে বিশাল রান তাড়া করে জেতার রেকর্ড নেই পাকিস্তানের। ৩৪ রানে আজহার আলি ও ২১ রান করে অপরাজিত আছেন ফাওয়াদ আলম। কিউইদের হয়ে টিম সাউদি ২টি ও ট্রেন্ট বোল্ট ১টি উইকেট পান। দ্বিতীয় ইনিংসে রানের খাতা না খুলেই বিদায় নেন ২ ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। হারিস সোহাইল করেন ৯ রান।

মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে এর আগে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। হাফসেঞ্চুরি পূর্ণ করেন ২ ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেল। লাথাম ৫৩ ও ব্লান্ডেল ৬৪ রান করে সাজঘরে ফেরেন। ১০৭ বলে ৭ চারের মারে সাজানো ছিল ব্লান্ডেলের ইনিংস। বাকিদের মধ্যে কেন উইলিয়ামসন ২১, রস টেইলর ১২ ও হেনরি নিকোলস ১১ রান করেন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসিম শাহ। একটি উইকেট পান মোহাম্মদ আব্বাস।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে ২৩৯ রান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মোহাম্মদ রিজওয়ান ও ফাাহিম আশরাফ দলকে কিছুটা আলোর পথ দেখান। রিজওয়ানের ৭১ রান করে প্যাভিলিয়নে ফেরার পর সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে আউট হন ফাহিম। ১৩৪ বলে ১৫ চার ও ১ ছয়ে এ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ ২৫৬ রানের ইনিংস খেলেন আবিদ আলি। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন কাইলে জেমিসন। ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার।

তার আগে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে পাহারসম রানের সংগ্রহ পেয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রান করেছিল তারা। উইলিয়ামসন করেন ১২৯ রান। সেটি ছিল উইলিয়ামসনের ২৩তম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছতে উইলিয়ামসন খেলেন ২৬১টি বল, যা তার ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি। এর আগে তার ধীরতম সেঞ্চুরিটি ছিল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ বল খেলে। উইলিয়ামসন আউট হলে বড় ইনিংসের পথে ছিলেন বিজে ওয়াটলিং। ৭৩ রানের মাথায় শাহিন শাহ আফ্রিদির বলে পরাস্ত হন তিনি। ১৪৫ বলে ৮টি চারের মারে তার ইনিংসটি সাজানো ছিল। বাকিদের মধ্যে ওই ইনিংসে রস টেইলর ৭০ ও হেনরি নিকোলস ৫৬ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৪ উইকেট, ইয়াসির শাহর ঝুলিতে গেছে ৩টি উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password