ত্রুটিপূর্ণ চীনা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে বিপাকে পাকিস্তান

ত্রুটিপূর্ণ চীনা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে বিপাকে পাকিস্তান
MostPlay

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বহরে থাকা চীনের তৈরি অস্ত্র নিয়ে অপারেশনাল বেশ কিছু সমস্যার কথা জানান। কয়েক মিলিয়ন ডলার ব্যয়ে কিনে নেওয়া চীনা নির্মিত বিল্ট পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি রকেট সিস্টেম ও ক্ষেপণাস্ত্রে প্রযুক্তিগত এবং অপারেশনগত ত্রুটি আছে বলে জানিয়েছে পাকিস্তান। ক্রুশিয়াল এ সিস্টেমগুলো অচল থাকায় সীমান্ত এলাকায় পাকিস্তান ঝুকিতে আছে বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসব সিস্টেমের নির্মাতা উহান ইনফ্রারেড কো লিমিটেড এ সমস্যাগুলো আইডেন্টিফাই এবং সমাধানের জন্য অন্য একটি থার্ড পার্টি কোম্পানির সাথে চুক্তি করেছে। সেনাবাহিনীর সরঞ্জাম ইন্সপেকশন শেষে মাদার কোম্পানী বরাবর প্রেরীত রিপোর্টে কোম্পানির অনুযায়ী সিস্টেমগুলো বর্তমানে আর মেরামতের অবস্থায় নেই, তাই এগুলো প্রতিস্থাপন করতে হবে। অন্যদিকে ভাইটাল সিস্টেম গুলো নতুন করে ইন্সটল করতে আরো অনেক সময় লেগে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় আপাতত পাকিস্তান সেনাবাহিনীকে অন্য স্থান থেকে এসব সিস্টেম সরিয়ে এনে অপেক্ষা করবার কোন বিকল্প নেই পাকিস্তানের হাতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password