পেইজ হ্যাক করে অশ্লীল ছবি-ভিডিও পোস্ট

পেইজ হ্যাক করে অশ্লীল ছবি-ভিডিও পোস্ট

নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিজে নগ্ন ছবি পোস্ট করা হয়েছে। আবার অন্যের ফেসবুক পেজের রিলসের পোস্ট (পর্নো ভিডিও ক্লিপ) নিজের পেজে শেয়ার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) থেকে বেশ কিছু পোস্ট পেজটিতে করা হয়েছে। আর এসব দেখে নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। পেইজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোবেল নিজেই।

গায়ক মইনুল আহসান নোবেলের ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লীল ভিডিও ও ছবি প্রকাশ করা হচ্ছে। শুধু তাই নয়, পেইজ থেকে প্রচার জুয়ার সাইটের বিজ্ঞাপন। তবে একটি সূত্র বলছে, গায়কের ফেসবুক পেইজ হ্যাক করে এসব করা হচ্ছে, পেইজটি উদ্ধারে তৎপরতা চলছে।

শুক্রবার দুপুরে তিনি  বলেন, ‘আমার ফেসবুক পেইজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেইজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগির আমরা পেইজটির দখল পেয়ে যাব।’ নোবেলের ফেসবুক পেইজের স্টোরিতে অশ্লীল ছবি পোস্ট করে নেটিজেনদের প্রলোভন দেখানো হচ্ছে।

সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে জুয়ার সাইটে। এছাড়াও টাইমলাইনে অশ্লীল ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছিল। অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করায় নোবেল নিজেও দুশ্চিন্তায় রয়েছে। তিনি বলেন, আসলে এসব কদিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেইজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এজন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতদ্রুত সম্ভব পেইজটি উদ্ধার হয়। এদিকে নোবেল ‘কলিজা’ নামের নতুন একটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password