করোনা টিকা নেয়ার অপেক্ষায় দেশের দেড় কোটি মানুষ

করোনা টিকা নেয়ার অপেক্ষায় দেশের দেড় কোটি মানুষ
MostPlay

আমাদের দেশের করোনা পরিস্থীতির অবস্থা ভাল নয়। আক্রান্ত ও মৃত্যূর সংখ্যা নিয়ন্ত্রন করা যাচ্ছে না। করোনা পরিস্থীতি নিয়ন্ত্রনে টিকার আওতায় আসা ছাড়া উপায় দেখছেন না বিশেষজ্ঞরা। সরকার দেশের সব মানুষকে টিকার আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামী ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম চালু করার কথা রয়েছে। ৭ তারিখ থেকে এক সপ্তাহে এক কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রথমদিকে টিকার প্রতি অনেকের অনীহা থাকলেও বর্তমানে দেশের প্রায় সকলের মাঝেই করোনা টিকার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। করোনা টিকার নিবন্ধনের তথ্যের দিকে তাকালেই স্পষ্ট বুঝা যায় মানুষ করোনার টিকা নিতে মুখিয়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল ১লা আগষ্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক কোটি ৫৫ লাখ চার হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এছাড়া দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে । এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন। রবিবার (১ আগস্ট) সন্ধ্যার পর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password